যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগে দেওয়া আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামী বৃহস্পতিবার ও রবিবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। এছাড়া, শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুল রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচির কথা জানান। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্য়ন্ত এবং আগামী রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্য়ন্ত হরতালের ডাক দিয়েছে দলটি।