নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ (২৯) সাত সদস্যের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারে আদালতে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর করা অপর আসামিরা হলেন-নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকী (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহম্মদ (২৪)।
এর আগে, টঙ্গীর তুরাগ থানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।