কুমিল্লা সেনানিবাস এলাকার ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল বাস উল্টে এক ছাত্র নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা মহানগরী থেকে শিক্ষার্থী নিয়ে বাসটি স্কুলে যাওয়ার পথে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
সেনা সদস্যরা এসে শিক্ষার্থীদের উদ্ধার করে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১৩ জনকে কুমিল্লা সিএমএইচ (সেনানিবাস হাসপাতাল)- এ ভর্তি করে। সিএমএইচ-এ ভর্তি ৬ষ্ঠ শ্রেণীর রাফসান নামের এক শিক্ষার্থী মারা যায়।
ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান মোহাম্মদ আলী কবির জানান, শিক্ষার্থীদের নিয়ে বাসটি স্কুলে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক ছাত্র মারা গেছে। আমরা অন্য শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি।