বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে বিরাজ করছে বলে উল্লেখ করলেন বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলা সফরকালে ওবাইদুল কাদের জানান ‘প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির সময়কাল থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও আমাদের সম্পর্কে কোন প্রভাব পড়েনি। আমরা দুই দেশই খুবই বন্ধুত্বপূর্ণ সহাবস্থান মেনে চলছি’।
দুই দেশের মধ্যে বকেয়া ইস্যুগুলি নিয়ে মন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, ‘স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪’ টি উদ্বেগের বিষয় হলেও আমরা আশা করছি ‘আলোচনার মধ্যে দিয়েই ভারতের সঙ্গে বকেয়া স্থলসীমান্ত চুক্তি এবং তিস্তার পানি বন্টন চুক্তি দুইটিও খুব শীঘ্রই বাস্তবায়িত হবে।
ওবায়দুল কাদের আরও বলেন ‘এই দুই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দুই দেশের মধ্যে দ্রুত গতিতে কাজ চলছে। স্থল সীমান্ত চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদির সরকার খুব ভাল সাড়া দিয়েছে। অন্যদিকে তিস্তা পানি বন্টন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবস্থানও খুবই সদর্থক এবং গঠনমূলক। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।
ত্রিপুরা সফরকালে এদিন আখাউড়া স্থলবন্দর পরিবদর্শনের পাশাপাশি ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিক দে-এর সঙ্গেও বৈঠক করেন ওবাইদুল কাদের। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং বাংলাদেশ এবং ত্রিপুরার সংশ্লিষ্ট মন্ত্রালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব