দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শুরু হয়েছে দশম সংসদের পঞ্চম অধিবেশন। আজ সোমবার বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বছরের প্রথম এই অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সদস্যদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, “এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আপনাদের গঠনমূলক বক্তব্যে সংসদ প্রাণবন্ত ও কার্যকর হবে।”
দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার এ অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এরপর সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করবেন তিনি। সবশেষে রাষ্ট্রপতি তার বক্তব্য জাতীয় সংসদে তুলে ধরবেন।
এরপর এ অধিবেশনের প্রথম দিনের বৈঠক মুলতবি ঘোষণার কথা রয়েছে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে অধিবেশন শুরু হবে। আগামী ৫ মার্চ চলতি অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
এ অধিবেশনের জন্য মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মাহমুদুস সামাদ চৌধুরী, ফখরুল ইমাম ও বেগম পিনু খান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্য থেকে নামের তালিকা অনুযায়ী প্রথমে যিনি থাকবেন তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।
বছরের প্রথম এ অধিবেশনে সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত হয়েছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিমসহ অধিকাংশ নেতাকেই তাদের আসনে দেখা যাচ্ছে। তবে জেলে থাকায় এ অধিবেশনেও উপস্থিত হতে পারেননি আব্দুল লতিফ সিদ্দিকী।
বিরোধীদলের কাতারে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পাশে জাপা চেয়ারম্যান এরশাদসহ দলের নেতারা উপস্থিত আছেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব