পটুয়াখালীর দুমকিতে মো. জামাল সিকদার (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোররাতে মৌকরন এলাকায় নিজ বাড়ির সামনে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। সকালে দুমকি থানা পুলিশ ওই সেনা সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
দুমকি থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গলা কেটে হত্যা করে তার বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত হত্যার কোন রহস্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ