শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমান ওই ৩৫ জনের পদত্যাগপত্র নিয়ে উপাচার্যের (ভিসি) কক্ষে প্রবেশ করেন।
পদত্যাগ করতে যাওয়া অন্য শিক্ষকদের মধ্যে রয়েছেন: ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর থেকে লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টর থেকে অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক থেকে অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট প্রমুখ।
এ বিষয়ে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে যেসব শিক্ষকরা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তারা যেহেতু পদত্যাগ করছেন তাই আমিও তাদের দুঃখে ব্যথিত হয়ে পদত্যাগ পত্র দিয়েছি।
এর আগে গত সোমবার সকালে ভিসির সঙ্গে একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে কথা বলতে যান পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ জন শিক্ষক। তাদের মধ্যে প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন।
ওই দিন ভিসির সঙ্গে কথা কাটাকাটি হলে পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং জিইই বিভাগের প্রফেসর ড. শরীফ মোহাম্মদ শারাফউদ্দিন বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এ নিয়ে শাবি পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৫/ রশিদা