ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে তৃতীয় দিনের মতো প্রচারণায় নেমেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে বনানীতে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তার সাথে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকালী এ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খালেদা জিয়া আজ সোমবার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাবেন। এর আগে, বিএনপি চেয়ারপারসন রবিবার উত্তরা, খিলক্ষেত ও যমুনা ফিউচার পার্কে প্রচারণা চালান। এরও আগে শনিবার বিকেলে তিনি গুলশান, মহাখালী ও হাতিরঝিল এলাকায় গণসংযোগ করেন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব