রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছে বিএনপি। তবে থানায় কর্তব্যরত অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম না থাকায় অভিযোগটি নথিভুক্ত হয়নি।
তেজগাঁও থানার এসআই মো. রমজান আলী বলেন, 'তিন পৃষ্ঠার একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তা পড়ে দেখছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় আসার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগ মঙ্গলবার বেলা ১১টার দিকে থানায় জমা দেন দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া।
পরে মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, 'আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গতকাল বিকালে কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়। তারা বেগম জিয়ার গাড়িতে গুলি করেছে। গাড়িবহরের অন্যান্য গাড়ি ভাংচুর করেছে। এতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্য ফজলুল করীম, ওমর ফারুকসহ সাতজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। আমরা মনে করি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।'
'এ বিষয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি। তারা সেটি গ্রহণ করেছে, তবে নথিভুক্ত করেনি। ওসি সাহেব বাইরে আছেন। তিনি আসলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে ডিউটি অফিসার জানিয়েছেন আমাদের।'
এদিকে ওই ঘটনায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মী মিলিয়ে ১০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন আওয়ামী লীগের ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হক।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ