সাভারে দিন-দুপুরে গুলি ও বোমা ফাটিয়ে দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলি ও বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া পালানোর সময় জনতার গণধোলাইয়ে এক ডাকাতও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সাভারের এএসপি রাসেল শেখ জানান, ডাকাতের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। দুই ডাকাতকে ধরে ফেলে জনতা। এর মধ্যে গণপিটুনিতে একজন মারা গেছে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- ব্যাংকের ওই শাখার ম্যানেজার মো. অলিউল্লাহ ও পলাশ নামের এক গ্রাহক।
গুলিবিদ্ধদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ হাসান জানান, তাদের এখানে পাঁচটি লাশ রয়েছে।
ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতর ঢুকে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে শক্তিশালী পাঁচটি বোমা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এছাড়া ব্যাংকের আশপাশে ৮-১০টি অবিষ্ফোরিত হাতবোমা পড়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ