বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আজ বুধবার সকাল ৬টা থেকে এ হরতাল কর্মসূচি শুরু হয়।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল সোমবার বিকেলে কাওরান বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) ৩ সদস্যসহ আরও কয়েকজন আহত হন।