মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আসামীপক্ষকে ২০ মের মধ্যে এবং রাষ্ট্রপক্ষকে ২০ মের পরে এক সপ্তাহের মধ্যে এ সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।