চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল ১০টার পর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে সম্মেলনস্থল বালাই সিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) এ দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন।