আশুলিয়ায় কমার্স ব্যাংকের ডাকাতির ঘটনায় আটক সাইফুলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
গতকাল দুপুর আড়াইটার দিকে কাঠগড়া বাজার এলাকায় নজিমুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকে এ ঘটনা ঘটে। ডাকাতরা ব্যাংকের ম্যানেজার ওয়ালিউল্লাহসহ অন্য কর্মকর্তাদের গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় ৮ লাখ টাকা লুট করে। এর মধ্যে ৬ লাখ টাকা, ডাকাতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করেছে চার ডাকাতকে।
নিহতরা হলেন: ব্যাংকের ম্যানেজার ওয়ালিউল্লাহ (৪৫), গ্রাহক ব্যবসায়ী পলাশ (৪৮), নিরাপত্তাকর্মী বদরুল (৩৮), মুদি দোকানদার মনির হোসেন (৫৫), মার্কেটের ক্রোকারিজের দোকানি জিল্লুর রহমান (৪০), এলাকাবাসী জমির উদ্দিন ও নূর মোহাম্মদ। এ ছাড়া ডাকাতের হামলায় গুরুতর আহত ১১ জনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রশিদা