আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় তিন শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় এই মামলা করা হয়।
মামলায় তিন শাতাধিক গ্রামবাসীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদলের এক সদস্যকে গণপিটুনিতে হত্যা করায় ৩ শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ কর্মাস ব্যাংকের আশুলিয়া শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৮ জন নিহত হওয়ায় শাখার সহকারী ব্যবস্থাপক ফরিদউদ্দিন আহম্মেদ বাদি হয়ে আশুলিয়া থানায় অপর একটি মামলা দায়ের করেন। মামলায় আটককৃত দুই ডাকাত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সংকর গ্রামের আবুল কামাল মৃধার ছেলে বোরহান উদ্দিন (৩৫) ও জয়পুরহাটের পাচবিরিয়ানী থানার আনোয়ার হোসেনের ছেলে সাইফুলের (২৫) নামসহ আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ছাড়াও ডাকাতির সঙ্গে জড়িত সকল সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।