ইন্দোনেশিয়ার বালাই সিদাঙ্গ জাকার্তা সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমাদ বিন আবদুল্লাহ আল মাহমুদ।
বুধবার ইন্দোনেশিয়ায় চলমান দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান সম্মেলনের পাশপাশি তারা এ বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, তিনদিনের এই সম্মেলন আজ বুধবার সকাল থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব