আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আর অল্প সময়ের মধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তার আগে প্রস্তাবিত বাজেটের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন চূড়ান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাধীনতার পর এটি দেশে কোনো একক ব্যক্তির দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেশ হবে। তবে একই সঙ্গে তিনি করতে যাচ্ছেন একটানা সাত বছর বাজেট দেওয়ার রেকর্ড। আগের বারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব