বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযান এখনও চলমান রয়েছে এবং আটকদের ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে। আটকদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
বিডি প্রতিদিন/জামশেদ