‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
বিডি প্রতিদিন/এমআই