চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন অতিবাহিত হলো। বৃহস্পতিবার রাত ১০টা থেকে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কেবল একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল সার্ভিস সীমিতভাবে চললেও অন্যান্য সকল পরিবহনের দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।
এর আগে গত রবিবার চালক, হেলপার ও সুপারভাইজাররা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বাস চলাচল বন্ধ করেছিলেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু মালিকপক্ষ দাবি করছে, চালকরা আলোচনার শর্ত ভঙ্গ করে যত্রতত্র যাত্রী তোলা এবং অতিরিক্ত ভাতা দাবি করছেন। এই প্রতিবাদে ফের বাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক যাত্রীকে লোকাল বাসে দীর্ঘ ভ্রমণের বাধ্যতা নিতে হচ্ছে। বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, পূর্বে বুকিং করা টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। কাউন্টারে এসে অনেক যাত্রী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী যাত্রীরা জানান, মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বারবার তারা ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল