অর্থসংকটে পড়ে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া নেত্রকোনার এক হতদরিদ্র দম্পতির পাশে দাঁড়িয়েছে প্রশাসনের পাশাপাশি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শিশু ও মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা শহরের নাগড়া আনন্দবাজার এলাকায় রাজন ও সোমা দম্পতির বাসায় খাদ্য সহায়তা পৌঁছে দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রবাল সাহা। তিনি জানান, এই পরিবারটির পুনর্বাসন ও স্বনির্ভরতার জন্য দীর্ঘমেয়াদি সহায়তা প্রদানেও ব্র্যাক প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মহীন রাজন পেশায় ছিলেন দিনমজুর। জীবিকার প্রয়োজনে কখনো রিকশা চালাতেন, কখনো অন্য শ্রমের কাজ করতেন। দাম্পত্য জীবনে তাদের চার সন্তান- দুই ছেলে ও সদ্য জন্ম নেওয়া যমজ শিশু।
অভাব-অনটনের কারণে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যমজ সন্তানদের মধ্যে একটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন দম্পতি। এ খবর জানতে পেরে শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল আলম খান সানী বিষয়টি প্রশাসনের নজরে আনেন।
পরে জেলা প্রশাসন, স্থানীয় জনসাধারণ ও ব্র্যাক এগিয়ে আসে রাজন-সোমার পাশে। ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড রাজেশ কুমার সাহার নির্দেশনায় জেলা সমন্বয়ক প্রবাল সাহা পরিবারটির সঙ্গে পরিদর্শন ও কাউন্সেলিং করেন।
পরবর্তীতে নগদ অর্থ না দিয়ে শিশুদের জন্য দুধ, বিস্কুট, চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, মুড়ি, আরু, পেঁপে, কচু, কলা সহ ১৫ দিনের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যসামগ্রী দিয়ে আসেন তিনি।
প্রবাল সাহা জানান, ‘শুধু খাদ্য সহায়তা নয়, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিবারটির ঘর নির্মাণ ও রাজনের কর্মসংস্থানের জন্যও সহায়তা করার পরিকল্পনা রয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ