নেত্রকোনা জেলার পাহাড় ও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনা বৃদ্ধির অঙ্গিকার নিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যে শনিবার জেলার জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মেইন গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার পর্যটন খ্যাত স্পটগুলোর সম্ভাবনা ও ব্যবহার উপযোগী করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া, খালিয়াজুরীসহ ঐতিহ্যবাহী এসব স্থানে পর্যটক আকর্ষণের যথাযথ সুযোগ থাকা সত্ত্বেও যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধার অভাবে পর্যটক কম হচ্ছে। বক্তারা বলেন, পর্যটকদের যাতায়াত ও অন্যান্য সুবিধা উন্নয়ন করা না হলে পর্যটন সম্ভাবনা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জেলায় পর্যটন স্পট প্রচুর থাকা সত্ত্বেও প্রচারণার অভাব এবং যোগাযোগ ব্যবস্থার অনুন্নত অবস্থার কারণে পর্যটন প্রসার ঘটেনি। তিনি আশ্বাস দেন, পর্যটন সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ অন্যান্য দিকগুলোতে কাজ করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আফরিন সুলতানা ও অন্যান্য কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল