বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ অবশ্যই হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জাতীয়তাবাদী শ্রমিক দল এ আলোচনা সভার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে অনিশ্চয়তার বিষয়টি মানুষ জানে না। আমরা জানি, খালেদা জিয়ার সঙ্গে মোদির সাক্ষাৎ অবশ্যই হবে। তবে এখনো বৈঠকের ব্যাপারে দিন-তারিখ ঠিক হয়নি।
তিনি বলেন, ‘খালেদা জিয়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী, ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সঙ্গে মোদির দেখা হবে না- এটা মানুষ গ্রহণ করবে না। মানুষের আশা-আকাঙ্ক্ষার স্বার্থেই খালেদা জিয়ার সঙ্গে মোদির দেখা করা উচিত। মোদি-খালেদা বৈঠক অবশ্যই হবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বৃহৎ একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে গণতন্ত্রের বিজয়ের বার্তা শুনবে এ দেশের মানুষ।’
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব