জাতীয় সংসদে আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন আবুল মাল আবদুল মুহিত। যা দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বাজেট।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থমন্ত্রী ২০১৪-২০১৫ সালের সম্পূরক ও ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেন।
এর আগে দুপুরে খসড়া বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী এ বাজেট অনুমোদনের প্রস্তাব করেন। এরপর বিকেল সাড়ে ৩টায় চিরচেনা সেই কালো ব্যাগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব