ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের মূল্য সংযোজন করের (ভ্যাট) হার কমলেও বাড়ানো হচ্ছে বড় আকারের ফ্ল্যাটের। ফলে বড় ফ্লাটের দাম বাড়তে যাচ্ছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, ''ভবন নির্মাণ খাতের বিদ্যমান ৩ শতাংশ মূসকের হার পরিবর্তনপূর্বক এক হাজার ১০০ বর্গফুট পর্যন্ত এই হার এক দশমিক ৫ শতাংশ, এক হাজার ১০১ বর্গফুট থেকে এক হাজার ৬০০ বর্গফুট পর্যন্ত দুই দশমিক ৫ শতাংশ এবং এক হাজার ৬০০ বর্গফুটের বেশি আয়তনের ক্ষেত্রে চার দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।''
বর্তমানে ফ্ল্যাটের উপর অভিন্ন ৩ শতাংশ মূসক বিদ্যমান।
বিডি-প্রতিদিন/০৪ জুন ২০১৫/ এস আহমেদ