নতুন অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৮ হাজার ৫৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের বরাদ্দের প্রায় দ্বিগুণ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করেন।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৯ হাজার ৩৩৯ কোটি টাকা; যা মোট বাজেটের প্রায় ৩ দশমিক ৯০ শতাংশ। আর এ খাতে চলতি বছরের বরাদ্দ প্রস্তাব মোট বাজেটের প্রায় ৬ দশমিক ২৮ শতাংশ।
গ্যাস-বিদ্যুতের অভাবে বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা রয়েছে তা কাটানোরও প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।
বিডি-প্রতিদিন/০৪ জুন ২০১৫/ এস আহমেদ