সুপারশপগুলোতে ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) দুই শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ''সুপারশপসমূহ ২ শতাংশ হারে ব্যবসায়ী পর্যায়ের মূসকের পরিবর্তে ৪ শতাংশ হারে মূসক প্রদান করবে।
২০১৫-১৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ জুন ২০১৫/ এস আহমেদ