ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন। আজ শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। ৭ জুন মোদি ও বেগম জিয়ার মধ্যে সাক্ষাৎ হবে বলে সুব্রামানিয়াম জয়শঙ্কর সংবাদ সম্মেলনে জানান।
বাংলাদেশ সফরকালে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছিলেন তিনি।
তখন মাহমুদ আলী বলেছিলেন, 'আমার মনে হয় না তার (খালেদা জিয়া) সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের কোনো সুযোগ আছে।'
উল্লেখ্য, আগামীকাল ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসছেন নরেন্দ্র মোদি।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৫/শরীফ