ঢাকায় পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে একদিন আগে ঢাকায় পৌঁছেছেন তিনি।
শুক্রবার রাত ৮টা ৩১ মিনিটে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ‘এ আই ২০৩’ নম্বর উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মমতার সঙ্গে আছেন আরও পাঁচজন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বাংলাদেশ সফর। দু’দিনের সফরে শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে নরেন্দ্র মোদির।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন ১৫/ সালাহ উদ্দীন