জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।
আজ বিকালে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয় শিলং আদালত।
সালাহ উদ্দিনের আইনজীবীর বরাত দিয়ে সেখানকার অনলাইন মিডিয়ায় খবরটি প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২২ মে উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিন আহমেদের জামিন চেয়ে স্ত্রী হাসিনা আহমেদ স্থানীয় জেলা আদালতে আবেদন করেছিলেন। পরে ২৯ মে সেই আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। সালাহ উদ্দিনকে হাসপাতালে রেখেই চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক।
এদিকে শিলং আদালতের একজন সরকারি কৌঁসুলি জানান, জামিন আবেদনে হাসিনা আহমদ উল্লেখ করেন যে, তার স্বামী সালাহ উদ্দিন চলতি বছরের ১০ মার্চ নিখোঁজ হন। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন ১৫/ সালাহ উদ্দীন