বাংলাদেশে গত ২৫ বছরে ২৫ জন সাংবাদিক খুন হয়েছেন। আর ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই সময়ে বিশ্বে খুন হওয়া সাংবাদিকদের মোট সংখ্যা ২ হাজার ২৯৭ জন।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএসজে) ২৫তম প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বুধবার সংগঠনটির ওয়েবসাইটে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
আইএসজের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক হত্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ ইরাক। গত ২৫ বছরে দেশটিতে খুন হয়েছেন ৩০৯ জন সাংবাদিক। এর পরেই আছে ফিলিপাইন। দেশটিতে সাংবাদিক খুন হওয়ার সংখ্যা ১৪৬ জন। আর তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে গত ২৫ বছরে ১২০ জন সাংবাদিক দুবৃত্তদের হাতে নিহত হয়েছেন।
এদিকে, প্রতিবেদন অনযায়ী গত ২৫ বছরে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সাংবাদিক খুন হয়েছেন পাকিস্তানে (১১৫)। এরপরে আছে ভারত, ৯৫ জন। এছাড়া শ্রীলঙ্কায় ৩২ এবং নেপালে ২১ জন।
তবে আইএসজের প্রতিবেদনে সংখ্যার চেয়ে ভয়াবহ যে দিকটি উঠে এসেছে তা হলো, সাংবাদিক হত্যার বিচার না হওয়া। তাদের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সাংবাদিক হত্যার প্রতি ১০টি ঘটনার মাত্র একটির তদন্ত হয়। সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের হত্যা বা তাদের ওপর সহিংসতার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা আরও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব