ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সাথে সমঝোতার পর থেকে বিটিআরসির উত্থাপিত প্রতিটি অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ আমলে নিয়েছে।
জাতীয় সংসদের নবম অধিবেশনের সোমবারের বৈঠকে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে গঠনমূলক ব্যবহারের পাশাপাশি এর ধ্বংসাত্মক কাজ বিশেষ করে সমাজে অস্থিতিশীলতা, বৈষম্যমূলক প্রচারণা ও নানাবিধ মানহানিকর প্রচারণা ইদানিংকালে প্রচুর বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা দূর করার জন্য প্রতিনিয়ত ফেসবুক কর্তপক্ষের সাথে যোগাযোগ করছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিত করতে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) সিস্টেম ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিগত দুই মাস আগে হতে আইএসপিদের বা সাবস্ক্রাইবারদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। সিঙ্গাপুর সফরকালে দ্বিপাক্ষিক আলোচনায় ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সাথে সমঝোতা হয়েছে। তারা যুক্তিযুক্ত অনাকাংখিত বিষয়সমূহ সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হলে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ