এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ এসব তথ্য জানান।
তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ। ২০১১ সালের পর রাজশাহী বোর্ডে পাসের হার এবারই সর্বনিম্ন। ২০১৫ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। ২০১৪ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৫৫ শতাংশ।
এবারের এইচএসসি ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। বোর্ডের আট জেলায় এবার ছয় হাজার ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ২৫০ জন। অবশ্য এর আগের বছর জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৬৬৬ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৭১৫টি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পাস করেছে ৮৭ হাজার ৩০১ জন। গত বছরের তুলনায় এবার ছাত্র এবং ছাত্রী-উভয়েরই পাসের হার কমেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৯ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী ১১ জন এবং শারীরিক প্রতিবন্ধী আটজন। শারীরিক প্রতিবন্ধী আট জনই পাস করেছে। আর ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে পাস করেছে ৯ জন। সিরাজগঞ্জ সেন্ট্রাল কালেক্টরেট কলেজের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মোল্লা আবু শামীম পেয়েছে জিপিএ-৫।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব