মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রাখতে দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই শর্ত মেনে নিতে না পারায় তাঁকে বাদ দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি পরিচালনা করছেন প্রভাস অভিনীত ছবি স্পিরিট।
দীপিকার এই সিদ্ধান্তে বলিউডের অনেকে একমত হলেও, ভিন্নমত পোষণ করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “৮ কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করা যায়।” যা দীপিকাকে ঘিরে পরোক্ষ খোঁচা বলেই দেখছেন অনেকে।
রাশমিকা বলেন, “গোটা দেশ এই বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু কাজের সময় নির্ভর করবে প্রজেক্ট ও টিমের প্রয়োজনীয়তার ওপর। এসব বিষয়ে ছবিতে সই করার আগেই পরিষ্কার হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি—তেলুগু, কন্নড়, তামিল। সেখানেও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মানে ৮ ঘণ্টা কাজ করেছি। তবে হিন্দি ছবিতে আমাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। মনে হয়েছে যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা কাজ করেছি!”
দীপিকার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বলিউডে চলছে নানা মতভেদ। কেউ বলছেন— মা হিসেবে এটি তাঁর যৌক্তিক দাবি, আবার অনেকে বলছেন পেশাদারিত্বের খাতিরে দীর্ঘ সময় কাজ করাই শিল্পীর দায়িত্ব।
বিডি প্রতিদিন/আশিক