লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টসহ ছয়জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো বিভাগ। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চক্রটি এ পর্যন্ত প্রায় শতাধিক বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার প্রমাণ রয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বেলা ১১টায় রাজধানীর আগাঁওয়ে পিবিআই'র ঢাকা মেট্রোর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল