তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই নতুন সচিব নিয়োগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মসচিব আব্দুল জলিলকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের কমিশনার আবদুস সামাদকে নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমানকে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান