নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ রবিবার নোয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ২ হাজার ২৬৩ জনকে স্নাতক ডিগ্রি এবং ৪৪৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। ২১৮ জনকে দেওয়া হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি। স্বর্ণপদক দেওয়া হবে ১০ জনকে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বিডি প্রতিদিন/কালাম