ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে।
রবিবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
আইসিইউতে ভর্তি ৯জন হলেন- আনোয়ার হোসেন (৪৫) বার্ন ২৮ ভাগ, রেজাউল করিম (২১) বার্ন ৫১ ভাগ, মো. সোহাগ (২২) ৬০ ভাগ, জাকির হোসেন (৩৫) বার্ন ৩৫ ভাগ, মোজাফফর হোসেন (৩২) ৩০ ভাগ, মাহমুদ হক (৫৭) বার্ন ১৩ ভাগ, মো. সেলিম (৪৫) বার্ন ১৪ ভাগ, মো. হেলাল (১৮) বার্ন ১৬ ভাগ, মো. সালাউদ্দিন(৩৫) বার্ন ১০ ভাগ।
ডা. সামন্তলাল সেন জানান, তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না ।
উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় হাজী ওয়াহেদ মঞ্জিলসহ পাঁচটি ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৬৭ জন। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৪১ জন।
বিডি প্রতিদিন/কালাম