চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজ শুরুর মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় নদীর তলদেশে সবচেয়ে বড় টানেল হবে এটি।
রবিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ উদ্বোধনের পর এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য রাখতে চাই না। শুধু শহরে উন্নয়ন হবে, তা আর হবে না। গ্রামের প্রতিটি মানুষ যেন নাগরিক সুবিধা পায়, সে বিষয়টি মাথায় রেখেই কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম এক সময় অশান্ত ছিল। আমরা উদ্যোগ নিয়ে শান্তি চুক্তি করে পরিস্থিতি শান্ত করেছি। এখন এই অঞ্চলের উন্নয়নের জন্য রাস্তাঘাটসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনেক প্রকল্পের কাজ এরইমধ্যে শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম