বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, চকবাজারে অগ্নিকাণ্ডের রাতে অল্প দূরত্বে নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়া নির্ঘুম কাটিয়েছেন। তার সারারাত উৎকন্ঠায় কেটেছে। আর আমরা উৎকন্ঠা নিয়ে আল্লাহর কাছে তার নিরাপত্তার জন্য দোয়া করেছি।
রবিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে রিজভী বলেন, এসময় অগ্নিকাণ্ডের সারারাত চারদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণের বিকট শব্দ গ্রাস করেছিল আশপাশের এলাকা। অল্প দূরত্বে ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে কেন এ ধরনের পরিবেশে আটকে রেখেছেন? কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনি এবার প্রতিহিংসার আগুন থেকে নিবৃত্ত হোন। খালেদা জিয়াকে মুক্তি দিন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের 'সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না'- এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, এ ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন এখন পদত্যাগ করুন। দেশবাসীকে দয়া করে রেহাই দিন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য দেশে এই বিভীষিকাময় ঘটনা ঘটলে দায় স্বীকার করে সরকার পদত্যাগ করতো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর