প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আজ বেলা সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের চিকিৎসা খরচ বাদে প্রধানমন্ত্রী আলাদা করে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। সকালে এই টাকা স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৬৭ জন। আহত হন আরও অনেক। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন