ট্রেনে করে ভিয়েতনামের উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে শনিবার স্থানীয় সময় রাত ৯টায় তিনি চীনের সীমান্তবর্তী শহর ড্যানডংয়ে পৌঁছান। খবর বিবিসি'র।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে কিমের দুইদিনব্যাপী দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেই বৈঠকের বিষয়বস্তু এখনও ঘোষণা করা হয়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে শনিবার রাতে কিমের দেশত্যাগের খবর জানিয়ে প্রথমবারের মতো একথা নিশ্চিত করা হয় যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিম জং উনের বৈঠক হতে যাচ্ছে।
চীনের সঙ্গে ভিয়েতনামের সীমান্ত রয়েছে। তবে ভিয়েতনামে প্রবেশের আগে তার ট্রেনকে চীনের ভেতরে দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। তিনি মোট তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যানয়ে পৌঁছাবেন। বিমান ভ্রমণের ব্যাপারে কিম পরিবারের অনীহা রয়েছে। কিম জং উনের বাবা প্রয়াত কিম জং ইল একাধিকবার ট্রেনে করে চীন সফর করেছেন।
কিমের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- তার বোন কিম ইয়ো জং এবং তার অন্যতম প্রধান আলোচক সাবেক জেনারেল কিম ইয়ং চোল।
উল্লেখ্য, এর আগে গত বছরের জুনে দুই নেতার মধ্যে সিঙ্গাপুরে প্রথম বৈঠক হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল