রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৪১ জন।
এসব হতাহতের মধ্যে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ২৫ জন এবং আহতদের মধ্যে ১০ জন শ্রমিক রয়েছেন।
অগ্নিকাণ্ডের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত ‘আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত কমিটি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শ্রম মন্ত্রণালয় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার সুপারিশ করেছে।
গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ওই দিনই শ্রম মন্ত্রণালয় দু’টি কমিটি গঠন করে দেয়। এছাড়া হতাহতদের জন্য অর্থ সহায়তার ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
‘আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত কমিটি’র প্রধান এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে চার সদস্যের কমিটিকে দুইদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিটি শনিবার (২৩ ফেব্রুয়ারি) শ্রম মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম