যে কোনো ধরনের চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে আসন্ন উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আগারগাঁওয়ের ইটিআই ভবনে রবিবার পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন তিনি।
দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইসি মাহবুব বলেন, কোনো নির্বাচনেই কোনো রূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। তিনি বলেন, উপজেলা নির্বাচনকে সাফল্যমন্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন। এই নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে নিজেদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব