বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সহ ৬টি সংগঠনের করা এক রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
সেইসঙ্গে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১ মাসের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এবং পাথর উত্তোলন বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত