জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে। শোক প্রস্তাবে দুর্ভাগ্যজনকভাবে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করা হয়।
একাদশ সংসদের আজ বৈঠকের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, 'গত বুধবার চকবাজারে ভয়াল অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুবরণকারীদের প্রতি জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় সংসদ মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে অগ্নিকান্ডের আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।'
তিনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। এরপর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহীত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার