২৭ মে, ২০১৯ ০৮:৫৬

আগামী শনি-রবিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা

অনলাইন ডেস্ক

আগামী শনি-রবিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা

ফাইল ছবি

শ্রমিকদের বেতন-ভাতা দিতে আগামী শনিবার ও রবিবার তৈরি পোশাক শিল্প এলাকায় বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে। সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সিরাজুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১ ও ২ জুন খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর