বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় ফুসে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ ছড়িয়ে পেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
আবরার হত্যার প্রতিবাদে বেলা ১১ টায় বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। এসময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণার দাবি জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই আন্দোলন ৫ দফা দাবি দিয়ে শেষ হয়।
এদিকে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা আবরার হত্যার দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কারণে এসময় এ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে আজ সকালে বিক্ষোভ হয়েছে ময়মনসিংহে। এসময় মুখে কালো কাপড় বেধে নানা পোস্টার নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
বরিশাল ও যশোরেও আবরার হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীসহ সচেতন নাগরিক।
এছাড়াও খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে আবরার হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলছেন, আবরার হত্যায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল