২৭ জানুয়ারি, ২০২০ ১৪:২১

বিসিএস সাধারণে আবেদনের বয়স ৩২ করার রিট কার্যতালিকা থেকে বাদ

অনলাইন ডেস্ক

বিসিএস সাধারণে আবেদনের বয়স ৩২ করার রিট কার্যতালিকা থেকে বাদ

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আয়োজিত বিসিএস সাধারণ ক্যাডারে পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩২ বছর করার নির্দেশনা চেয়ে রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জানিয়েছে এটা সরকারের পলিসির বিষয়।

এর আগে গতকাল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বিধিমালার ১৪ নম্বর ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। এ রিট দায়ের করেন এ সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদারসহ পাঁচ শিক্ষার্থী। রিটে সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর করার নির্দেশনা চাওয়া হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি জন্য কার্য তালিকায় রাখা হয়েছিল।
 
পিএসসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়। রিটের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর