২৫ ফেব্রুয়ারি, ২০২০ ২১:২২

ছাড়পত্র ছাড়া নির্মিত ব্রিজের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

ছাড়পত্র ছাড়া নির্মিত ব্রিজের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ছাড়পত্র ছাড়া কতগুলো নদী ও বড় খালে ব্রিজ নির্মাণ করা হয়েছে, তার তালিকা চেয়েছে সংসদীয় কমিটি। এজন্য জরিপ চালিয়ে একটি তালিকা তৈরি করার সুপারিশ করে কমিটি। 

একইসঙ্গে বাংলাদেশের নদী ও সাগরে বছরে কি পরিমাণ পলি জমে, কোথা থেকে আসে এবং কিভাবে আসে তার একটি সমীক্ষা চালানোর সুপারিশ করেছে কমিটি। এছাড়া এ বিষয়ে বিআইডব্লিউটিএকে একটি সেমিনার আয়োজন করার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। 

কমিটির সদস্য শাজাহান খান এবং মাহফুজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দর উন্নয়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর